ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২২ মে ২০২৪  
আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং তিন হামাস নেতা হানিয়েহ, সিনওয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর চিফ প্রসিকিউটর করিম খান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারিরও চিন্তা করছে তারা। খবর বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করতে আমি রাজি।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন? বাইডেন জবাব দেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও একই কথা জানিয়েছিলেন। 

বাইডেন বলেন, করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না। তার দাবি, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে যুদ্ধবিরতি ও পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোও কঠিন হয়ে পড়বে।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ