ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

অশ্লীল শব্দ ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২৮ মে ২০২৪   আপডেট: ১১:১৭, ২৮ মে ২০২৪
অশ্লীল শব্দ ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস

ইতালির বিশপদের সঙ্গে বৈঠকের সময় অশ্লীল শব্দের ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস। সমকামী পুরুষদের যাজক হওয়ার অনুমতির বিষয়ে আলোচনার সময় পোপ অবমাননাকর এই মন্তব্য করেছেন।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাব্লিকা এবং কোরিয়ারে ডেলা সেরা সোমবার জানিয়েছে, এক সপ্তাহ আগে একটি ব্যক্তিগত বৈঠকে ৮৭ বছর বয়সী পোপের কাছ জানতে চাওয়া হয়েছিল, সমকামী পুরুষ যদি ব্রহ্মচারী থাকে তাহলে তাকে যাজকত্বের জন্য প্রশিক্ষণের অনুমতি দেওয়া উচিত কিনা।

জবাবে পোপ ফ্রান্সিস বলেছিলেন, তাদের উচিত নয় এবং রসিকতা করে বলেছেন, কিছু সেমিনারিতে ‘ইতিমধ্যেই অনেক বেশি ফ্রোসিয়াগিন রয়েছে।’ সমকামী পুরুষদের গালি দেওয়ার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়।

কোরিয়ারে ডেলা সেরা জানিয়েছে, বৈঠকে উপস্থিতদের মধ্যে কেউ কেউ অনুভব করেছিলেন যে পোপের মাতৃভাষা স্প্যানিশ। তাই তিনি বুঝতে পারেননি শব্দটি কতটা আপত্তিকর।

২০১৮ সালে ইতালীয় বিশপদের সঙ্গে এক বৈঠকে পোপ সতর্কতার সঙ্গে যাজকত্বের আবেদনকারীদের পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। একইসঙ্গে তিনি যাজকত্বের ব্যাপারে সন্দেহভাজন সমকামীদের প্রত্যাখ্যান করতে বলেছিলেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়