ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৮ মে ২০২৪   আপডেট: ১৬:১১, ২৮ মে ২০২৪
পাকিস্তানে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গ্রীষ্মে প্রদেশের এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে।

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল জানিয়েছেন, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে গত মাসে এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করেছে এবং পরিস্থিতি সম্ভবত আরও খারাপ হয়েছে।

আরো পড়ুন:

পাকিস্তান আবহাওয়া বিভাগের সিনিয়র কর্মকর্তা শহীদ আব্বাস রয়টার্সকে বলেছেন, সিন্ধুর প্রাচীন শহর মহেঞ্জোদারোতে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ৫২ দশমিক ২ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি গ্রীষ্মে এখনও পর্যন্ত শহরের সর্বোচ্চ তাপমাত্রা।

ডন অনলাইন জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহের মতো অবস্থার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়