ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৯ জুন ২০২৪   আপডেট: ১৪:০২, ৯ জুন ২০২৪
কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

কুয়েতে প্রায় ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘হাওয়ালি পরিদর্শন ইউনিট’ নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালায়। সম্প্রতি একটি গুদামে নকল জমজম পানির বোতলের মজুদ খুঁজে পান পরিদর্শন ইউনিটের সদস্যরা। ওই গুদাম থেকে ২০০ মিলিলিটারের প্রায় ২৩ হাজার নকল বোতল জব্দ করেছে মন্ত্রণালয়ের হাওয়ালি ইউনিট। 

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে জমজমের পানির চাহিদা বেড়ে যায়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

সর্বশেষ

পাঠকপ্রিয়