ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১৪ জুন ২০২৪   আপডেট: ২৩:১২, ১৪ জুন ২০২৪
লেবাননে ইসরায়েলের বিমান হামলা

দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। শুক্রবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে মঙ্গল ও বুধবার দুই দফায় উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছিল লেবাননের হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় শুক্রবার পাল্টা হামলা চালায় ইসরায়েল।

আরো পড়ুন:

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে সীমান্ত শহর কিরিয়াত শমোনার আশেপাশের এলাকায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল।

টেলিভিশনের ফুটেজে বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত ভবন ও গুলিবিদ্ধ গাড়ি দেখা গেছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অক্টোবরে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এর প্রতিশোধ নিয়ে হিজবুল্লাহ নিয়মিত ইসরায়েলে হামলা  চালিয়ে যাচ্ছে। ইসরায়েলও জবাবে নিয়মিত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করছে। সম্প্রতি উভয়পক্ষে হামলা-পাল্টা হামলা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়