ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পদদলনে মৃত্যু

সেই ভোলেবাবার নামে যৌন নিপীড়নসহ একাধিক মামলা ছিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩ জুলাই ২০২৪   আপডেট: ১৭:২০, ৩ জুলাই ২০২৪
সেই ভোলেবাবার নামে যৌন নিপীড়নসহ একাধিক মামলা ছিল

ভারতের উত্তরপ্রদেশে যেই ধর্মগুরুর ডাকা সমাবেশে যোগ দিয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে, সেই তথাকথিত ধর্মগুরু সুরাজ পাল ওরফে ভোলেবাবার নামে যৌন নিপীড়নসহ একাধিক অভিযোগে মামলা ছিল। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার হাথরসে ‘সৎসঙ্গ’ নামে ধর্মীয় সমাবেশের ডাক দিয়েছিলেন ভোলে বাবা। খোলা মাঠে তাঁবু খাটিয়ে ‘সৎসঙ্গ’-এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে তাড়াহুড়া করে বের হওয়ার সময় ১২১ ভক্তের মৃত্যু হয়।

আরো পড়ুন:

সুরাজ পাল ওরফে ভোলেবাবা ইটাহর পাটিয়ালির বাসিন্দা। আগে কৃষিকাজে বাবাকে সাহায্য করতেন নারায়ণ সাকার হরি। পরে তিনি পুলিশে যোগ দিয়েছিলেন। ১৯৯৭ সারে তার বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। এসব ঘটনায় তাকে চাকরিচ্যুত ও কারাদণ্ড দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে ‘সাকার বিশ্ব হরি বাবা’ হিসাবে পরিচয় দেওয়া শুরু করেন।  ইটাওয়া, কাসগঞ্জ, ফারুখাবাদ এবং রাজস্থানসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিখ মামলা রয়েছে।

অন্যান্য ধর্মগুরুদের মতো গেরুয়া সাজপোশাক ছিল না সুরাজ পালের। তিনি সব সময় সাদা পোশাক পরেন। স্ত্রীর সঙ্গে মিলে ধর্মীয় প্রচারকাজ চালান তিনি। তার আয়োজন করা ধর্মীয় অনুষ্ঠানে শত শত ভক্ত যোগ দিত। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়