ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫২, ১৭ জুলাই ২০২৪
বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

কোটা সংস্কার নিয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেছেন।

ব্রিফিংয়ে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশজুড়ে আন্দোলন চলছে। সরকারি ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন?

জবাবে  মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন, উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। যেকোনো ধরনের হুমকি বা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদকারীদের রক্ষা করার জন্য এবং বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে, যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে, যেমন যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তি- রক্ষার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারা মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলো রক্ষা করা।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়