ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ট্রাম্প শিবিরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৭:০৫, ২৪ জুলাই ২০২৪
কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ট্রাম্প শিবিরের অভিযোগ

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পরেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। বাইডেনের নির্বাচনী প্রচারের তহবিল কমলা হ্যারিস নিচ্ছেন অভিযোগ তুলে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।

ট্রাম্পের প্রচারণা শিবিরের জেনারেল কনস্যুল ডেভিড রিংটন অভিযোগে বলেছেন, বাইডেন সরে দাঁড়ানোর পর তার প্রচারণা শিবির ‘প্রেসিডেন্ট পদে বাইডেন’ শিরোনাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট পদে হ্যারিস’ শিরোনাম ব্যবহার করতে পারে না। একইসঙ্গে তারা প্রচারণা তহবিলের ৯ কোটি ১০ লাখ ডলার ব্যবহার করতে পারে না। কারণ এটি নির্বাচনী বিধির লঙ্ঘন।

আরো পড়ুন:

আট পাতার অভিযোগে বলা হয়েছে, ‘এটি একজন প্রেসিডেন্ট প্রার্থীর থেকে অন্য একজনের কাছে, অর্থাৎ জো বাইডেনের প্রচারণা থেকে কমলা হ্যারিসের নতুন প্রচারণায় ৯ কোটি ১৫ লাখ ডলারের অতিরিক্ত অবদানের চেয়ে কিছুটা বেশি। এই প্রচেষ্টা আমাদের প্রচারাভিযানের অর্থ আইনকে উপহাস করে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়