ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৮ জুলাই ২০২৪  
‘যুদ্ধের প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল’

ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, দেশের উত্তর সীমান্তে পরবর্তী পর্যায়ের যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়ানো হয়েছে।

রোববার মাজদাল শামস-এ লেবাননের হিজবুল্লাহর রকেট হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ব্যাপকভাবে বাড়িয়েছি, কারণ আমরা একই সাথে গাজায় যুদ্ধ করছি। ’

হালেভি হামলার জন্য ইরানকেও দায়ী করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী।

তিনি বলেন, ‘ফালাক-১ রকেট এখানে ফুটবল মাঠে আঘাত হেনেছে, এটি ইরানি রকেট, ইরানে তৈরি।’

শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর জন্য ইরান সমর্থিত এই গোষ্ঠীকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়