ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোতলজাত পানি পান করে পেটে গোলমাল, হাইকোর্টে মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৮ জুলাই ২০২৪  
বোতলজাত পানি পান করে পেটে গোলমাল, হাইকোর্টে মামলা

বোতলজাত পানি পানের পর দেখা দেয় পেটে গোলমাল। চিকিৎসকের পরামর্শে সাত দিন বিশ্রাম নিতে হয়েছে। তাই চিকিৎসকের প্রেসক্রিপশন তুলে ধরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার এক বাসিন্দা। পানি ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

হাওড়ার গিরিশ ঘোষ ব্যানার্জী লেনে পানি ব্যবসায়ীর থেকে ২০ লিটারের বোতল কেনেন ওই এলাকার বাসিন্দা রঞ্জিতকুমার পান্ডে। 

তার বক্তব্য, ওই পানি পান করে তিনি অসুস্থ হয়েছেন। চিকিৎসা করাতে হয়েছে। ওই এলাকার অনেকের মধ্যে একই সমস্যা দেখা গিয়েছে। গুণগতভাবে ওই পানির মান অত্যন্ত খারাপ।

মামলাকারীর দাবি, খোঁজ খবর নিয়ে জেনেছেন ওই পানি ব্যবসায়ী বেআইনিভাবে ব্যবসা করছেন। তার কোনো লাইসেন্স নেই। তা সত্ত্বেও ২০ লিটারের বোতলে পানি ভরে একটি গাড়িতে করে তা সরবরাহ করেন।

মামলাকারী জানান, বিষয়টি নিয়ে তিনি হাওড়া পৌরসভা ও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন। হাই কোর্টের কাছে তার আর্জি, আপাতত ওই পানি সরবরাহ করা বন্ধ করা হোক। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়