ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৯ জুলাই ২০২৪  
রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক

রাশিয়ায় একটি মালবাহী লরির সঙ্গে ট্রেনের ধাক্কায় অন্তত দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। সোমবার ভলগোগ্রাদ অঞ্চলে এই দুর্ঘটনায় ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে।

জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটিতে ৮০০ যাত্রী ছিল। এটি তাতারস্তানের কাজান থেকে কৃষ্ণ সাগরের অ্যাডলারের দিকে যাচ্ছিল। মস্কো থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে কোটেলনিকোভো স্টেশনের কাছে দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে পৌঁছালে লরির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়।

আরো পড়ুন:

ম্যাশ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, অন্তত দুজন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ‘চিকিৎসকরা ঘটনাস্থলে রয়েছে।’ হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়