ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা হয়েছে: সৌদি সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৪৪, ৩১ জুলাই ২০২৪
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা হয়েছে: সৌদি সংবাদমাধ্যম

ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। আজ বুধবার তেহরানে স্থানীয় সময় ভোরে তিনি এক দেহরক্ষীসহ নিহত হন। 

হানিয়া ইসরায়েলের গুপ্তহত্যার হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছে হামাস। তবে ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে হানিয়া কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আজ (বুধবার) ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহিদ হয়েছেন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে।’ 

এদিকে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসমাইল হানিয়াকে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদথ।

কিছু সূত্রের বরাতে আল হাদথ জানিয়েছে, তেহরানের সময় রাত ২টার দিকে ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়েছিল। তার বাসভবনকে লক্ষ্য করে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়