ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান জোয়াকিন উপত্যকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড থেকে প্রায় ২১ মাইল দূরে ক্যালিফোর্নিয়ার ল্যামন্টে। স্থানীয় রাত ৯টা ৯ মিনিটে এটি আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের পর ৩ দশমিক ৭ মাত্রার ও ৪ দশমিক ৭ মাত্রার কয়েক ডজন আফটারশক হয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকার পাশাপাশি লস অ্যাঞ্জেলেসও কম্পন অনুভূত হয়।
তবে এই ভূমিকম্পে ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেসে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই অঞ্চলের অনেক বাসিন্দা ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগে তাদের সেল ফোনে জরুরি সতর্কবার্তা পেয়েছিলেন।
/ফিরোজ/