ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর ওপর স্বামীর যৌন অধিকার আছে? প্রশ্ন করে বিপাকে সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:০১, ১৬ আগস্ট ২০২৪
স্ত্রীর ওপর স্বামীর যৌন অধিকার আছে? প্রশ্ন করে বিপাকে সিনেটর

স্ত্রীর ওপর স্বামীর যৌন অধিকার আছে কিনা-পার্লামেন্টে এই প্রশ্ন করে বিপাকে পড়েছেন ফিলিপাইনের একজন সিনেটর।

বিনোদন শিল্পে যৌন হয়রানির বিষয়ে শুনানির জন্য পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশিষ্ট মানবাধিকার আইনজীবী লরনা কাপুনানকে। শুনানির সময় সাবেক অভিনেতা ও বর্তমানে সিনেটর রবিন প্যাডিলা জানতে চান, স্ত্রীর কাছে স্বামীদের যৌন অধিকার আছে কিনা। এছাড়া স্বামীর যদি যৌন ইচ্ছা থাকে এবং স্ত্রীর যদি ওই সময় এই ইচ্ছা না থাকে তাহলে তাদের কী করা উচিত।

রবিন প্যাডিলা প্রশ্ন করেন, ‘স্ত্রী না চাইলে কি হবে? স্বামীদের জন্য কি আর কোনো উপায় নেই? আপনি যদি অন্য নারীদের দিকে তাকান, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে।’

জবাবে কাপুনান বলেন, এই ধরনের পরিস্থিতিতে স্বামীদের উচিত ‘কাউন্সেলিং নেওয়া, প্রার্থনা করা বা নেটফ্লিক্স দেখা।’

রবিনের এসব মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এক্স-এ একজন লিখেছে, ‘এর অর্থ কি স্ত্রীরা স্বামীর ব্যক্তিগত যৌনকর্মী?’

বিশিষ্ট মানবাধিকার আইনজীবী হোসে ম্যানুয়েল ডিওকনো এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘স্বামীদের তাদের স্ত্রীদের উপর 'যৌন অধিকার' নেই। নারীদের সমান অধিকার এবং স্বাধীন ইচ্ছা আছে। এটা সবই সম্মানের বিষয়।’

আরেকজন এক্স ব্যবহারকারী বলেছেন, রবিনের মন্তব্য অবশেষে দেশে বিবাহবিচ্ছেদকে বৈধ করার যুক্তি হিসাবে কাজ করবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়