ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৩১, ২২ আগস্ট ২০২৪
সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন ২ বাংলাদেশি

সৌদি আরবের মক্কায় ৪৪তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরি থেকে প্রথম হয়েছে দুই বাংলাদেশি। এই দুই বিজয়ী হলেন হাফেজ আনাছ বিন আতিক্ব ও হাফেজ মুয়াজ মাহমুদ। ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ আনাছ বিন আতিক্ব। একই প্রতিযোগিতার ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

পুরস্কার হিসেবে হাফেজ আনাছ ক্রেস্ট ও নগদ দুই লাখ রিয়াল পেয়েছেন। হাফেজ মুয়াজ মাহমুদ ক্রেস্ট ও নগদ দেড় লাখ রিয়াল পুরস্কার হিসেবে পেয়েছেন।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা শেষে বুধবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

সূত্র: লিডার্স

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়