ঢাকা     সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২০ ১৪৩১

৭ অক্টোবর ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:৪২, ৫ অক্টোবর ২০২৪
৭ অক্টোবর ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তির দিনটিতে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ওই দিন ইরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালাতে পারে তারা। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পরপর ইসরায়েল জানিয়েছে, তারা এর চরম প্রতিশোধ নিবে। এমনকি তারা ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা চালাবে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, ‘আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর এবং ইসরায়েলের উপর নজিরবিহীন ও বেআইনি ইরানি হামলার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আরো পড়ুন:

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হতে পারে।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা প্রতিশোধ নিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের পদক্ষেপ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। শনিবার সিএনএন জানিয়েছে, ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ ধরনের হামলা না চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়