ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:০৮, ১৫ অক্টোবর ২০২৪
উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বাকি অংশ থেকে উত্তর গাজাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলছে। সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার কিছু অংশে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকসহ কয়েক হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি এবং আশ্রয়কেন্দ্রে আটকে রেখেছে। তাদের খাদ্য বা অন্যান্য জীবনধারণের প্রয়োজনীয় উপকরণ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে শত্রুতা বৃদ্ধির ছায়ায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বাকি অংশ থেকে উত্তর গাজাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলছে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি একেবারে অবহেলা করে বিদ্বেষের প্রকাশ ঘটাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, কার্যকরভাবে উত্তর গাজা সিলগালা করে দেওয়া হয়েছে এবং পালানোর চেষ্টাকারীদের আক্রমণ করা হচ্ছে বলে জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, উত্তর গাজায় বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পণ্য প্রবেশে ইসরায়েলের ক্রমাগত অস্বীকৃতি অনিবার্যভাবে আরো অপ্রয়োজনীয় কষ্ট ও মৃত্যুর দিকে নিয়ে যাবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়