ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইল ২টি আসন থেকে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:০৮, ১৮ ডিসেম্বর ২০২৫
নড়াইল ২টি আসন থেকে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইলের জেলা প্রশাসকের কাছ থেকে জামায়ের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছ থেকে প্রার্থীদের পক্ষে দলটির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নড়াইল-১ আসনে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনে দলটির জেলা আমির অ্যাভোকেট আতাউর রহমান বাচ্চুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ হয়।

আরো পড়ুন:

জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান, বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম নড়াইলের দুটি আসনের মনোনয়ন ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন। এ সময় দুটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন না।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো.আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির জাকির হোসেনসহ জামায়াতের অন্য নেতারা।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি। 

ঢাকা/শরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়