ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২৬৬, কমলা ২১৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৪, ৬ নভেম্বর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২৬৬, কমলা ২১৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, টেক্সাস, জর্জিয়া, ওহাইও, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারিলাইনা, ফ্লোরিডা, মিজৌরি, পেনসিলভানিয়া, ওকলাহোমা, লুসিয়ানা, কানসাস, উইয়োমিং, আইওয়া, উতাহ, মিসিসিপি, নর্থ ডাকোটা, মন্টানা, আরকানসাস, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, ইডাহো, মেইন ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।

আরো পড়ুন:

অপরদিকে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, নিউ জার্সি, ভার্জিনিয়া, কলোরাডো, ডেলাওয়ের, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, হাওয়াই, ইলিনয়, অরেগন, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, মিনেসোটা, নিউ ম্যাক্সিকো, কানেক্টিকাট, নেব্রাস্কা, মেইন ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া টেক্সাসে ৪০, জর্জিয়ায় ১৬, ওহাইওতে ১৭, আলাবামায় ৯, সাউথ ক্যারোলাইনায় ৯, নর্থ ক্যারিলাইনায় ১৬, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, পেনসিলভানিয়ায় ১৯, ওকলাহোমায় ৭, লুসিয়ানায় ৮, কানসাসে ৬, উইয়োমিংয়ে ৩, আইওয়াতে ৬, উতাহতে ৬, মিসিসিপিতে ৬, নর্থ ডাকোটায় ৩, মন্টানায় ৪, আরকানসাসে ৬, সাউথ ডাকোটায় ৩, নেব্রাস্কায় ৪, ইডাহোতে ৪, মেইনতে ১ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬৬টি ইলেকটোরাল কলেজ ট্রাম্পের খাতায় উঠছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৫৪টি, ওয়াশিংটনে ১২টি, নিউ ইয়র্কে ২৮টি, নিউ হ্যাম্পশায়ারে ৪টি, ভারমন্টে ৩টি, নিউ জার্সিতে ১৪টি, ভার্জিনিয়ায় ১৩টি, কলোরাডোতে ১০টি, ডেলাওয়েরে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, হাওয়াইয়ে ৪টি, ইলিনয়ে ১৯টি, অরেগনে ৮টি, রোড আইল্যান্ডে ৪টি, মেরিল্যান্ডে ১০টি, মিনেসোটাতে ১০টি, নিউ ম্যাক্সিকোতে ৫টি, কানেক্টিকাটে ৭টি, নেব্রাস্কায় ১টি, মেইনতে ১টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ২১৯টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে ৪৩টি অঙ্গরাজ্য রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা।

এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়