ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার পপুলার ভোটও বেশি পাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৩, ৬ নভেম্বর ২০২৪
এবার পপুলার ভোটও বেশি পাচ্ছেন ট্রাম্প

দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পথে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প কমলার চেয়ে এখন শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন। এমন ধারা চললে তিনি এবার পপুলার ভোটও বেশি পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হবেন। যদিও ২০১৬ সালে সেটা তিনি পারেননি।

বিবিসির খবর অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা ২১৯টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

আরো পড়ুন:

এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন মোট ৬ কোটি ৯৩ লাখ ১ হাজার ৩০০ পপুলার ভোট (৫১.১%)। আর হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ১০১ পপুলার ভোট (৪৭.২)।  

যুক্তরাষ্ট্রের মতো প্রাচীন গণতন্ত্রের দেশেও জনগণ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারে না। প্রেসিডেন্ট নির্বাচন ইলেক্টোরাল কলেজ নামক একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যা ১৮ শতক থেকে চালু রয়েছে।

দেশটিতে এই পদ্ধতির কারণে মোট ভোটের হিসেবে সারা দেশে বেশি ভোট পেয়েও ইলেকটোরাল ভোটে হেরে যেতে পারেন একজন প্রার্থী। আগের ছয় নির্বাচনের মধ্যে দুটোতে মোট ভোট কম পেয়েও ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জর্জ ডাব্লিউ বুশ ও ডনাল্ড ট্রাম্প। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়