ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

নারীদের নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে অযৌক্তিক বললো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৩২, ৯ নভেম্বর ২০২৪
নারীদের নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে অযৌক্তিক বললো তালেবান

আফগানিস্তানে নারীদের একে অপরের সাথে কথা বলতে নিষেধ করা হয় না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নারীদের নিজেদের মধ্যে কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে তা ‘বোধহীন ও অযৌক্তিক।’ তালেবান সরকারের নৈতিকতা মন্ত্রণালয় শনিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে।

দেশের বাইরের আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে সম্প্রতি খবর বের হয়, তালেবান সরকার এক নারীকে অন্য নারীর কণ্ঠ শোনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মূল্যবোধ প্রচার ও অধর্ম প্রতিরোধ বিষয়ক দপ্তর পিভিপিভির মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেছেন, এই প্রতিবেদনগুলো ‘বোধহীন’ এবং ‘অযৌক্তিক।’

তিনি বলেন, ‘একজন নারী অন্য নারীর সাথে কথা বলতে পারেন, নারীদের সমাজে একে অপরের সাথে যোগাযোগ করতে হবে, নারীদের নিজস্ব প্রয়োজন আছে।’

তবে তিনি জানিয়েছেন, ইসলামিক আইনে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন নারীদের নামাজের সময় অন্য নারীর সাথে যোগাযোগ করার জন্য কথা বলার পরিবর্তে হাত দিয়ে ইশারা করা উচিত।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়