ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইমরানের স্ত্রীর বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৬, ৫ ডিসেম্বর ২০২৪
ইমরানের স্ত্রীর বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীর বিরুদ্ধে নতুন তোশাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিগত ১০টি শুনানিতে হাজির হতে ব্যর্থ হওয়ার কারণে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ডন অনলাইন।

গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) নতুন তোশাখানা মামলায় ইমরানকে জামিন দেয়। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলায় জামিন স্থগিত থাকার কারণে তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে সরকার।

ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর ১৩ জুলাই ইমরান ও বুশরাকে নতুন তোশাখানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে এই মামলায় জামিন পেয়েছিলেন বুশরা বিবি। ২৪ অক্টোবর বুশরাকে আদিয়ালা জেল থেকে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের বিশেষ জজ শাহরুখ আরজুমান্দ। সোমবার পর্যন্ত মামলার শুনানি মুলতবি করা হয়। আদালত আসামিদের জামিনদারকেও নোটিশ দিয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারা গত সপ্তাহে জানিয়েছিলেন, তাদের বিক্ষোভে পুলিশি দমন-পীড়নের পর ইসলামাবাদ থেকে দলের নেতৃত্ব পিছু হটলে বুশরা বিবি খাইবার পাখতুনখোয়ায় রয়েছেন বলে মনে করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ