ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫০, ১৩ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, গত কয়েক সপ্তাহ ধরে, সারাদেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের অব্যাহত হত্যা এবং মন্দিরে হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। প্রেসিডেন্ট কি এ বিষয়ে সচেতন? জাতিসংঘে তার বন্ধু এবং অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করার সময় তিনি কি এই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন?

জবাবে জন কিরবি বলেন, “আমরা এটিকে খুব নিবিড়ভাবে দেখছি এবং প্রেসিডেন্ট ঘটনাগুলো নিবিড়ভাবে লক্ষ্য রাখছেন। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

তিনি বলেন, “আমরা সব বাংলাদেশি নেতার সাথে আমাদের সম্পৃক্ততার মধ্যে খুব স্পষ্ট ছিলাম যে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়