ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩০, ১৪ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট শুরু

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসনের প্রস্তাবের ওপর ভোট শুরু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির সংসদে ভোট দেয়া শুরু করেছেন আইনপ্রণেতারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটিতে সামরিক শাসন জারির চেষ্টার কারণে বিরোধী দলগুলো এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে। আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (ডিপি) প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম অভিশংসনের চেষ্টা চালিয়েছিল।

আরো পড়ুন:

ইউনের রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতা হান ডং-হুন দলের সদস্যদের এবার অভিশংসনের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংসদের বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ। তাদের সংসদে ১৯২টি আসন রয়েছে। তবে ৩০০ আসনের সংসদে অভিশংসন প্রস্তাব পাস করাতে ক্ষমতাসীন দলের অন্তত আটজন সদস্যের ভোট তাদের প্রয়োজন হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়