ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৪০, ১২ নভেম্বর ২০২৫
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

২০২৪ সালের ৪ ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন ঘোষণা করার পর সৈন্যরা সিউলের জাতীয় পরিষদ ভবনে প্রবেশের চেষ্টা করে

দক্ষিণ কোরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির ঘটনায় এবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সাবেক প্রধান চো তে-ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, হোয়াংকে বিদ্রোহে উস্কানি এবং ইয়ংকে গোয়েন্দা আইনের লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগে আটক করা হয়েছে। খবর আলজাজিরার।

আরো পড়ুন:

ইয়োনহাপের মতে, অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সামরিক আইন ঘোষণার পর হোয়াং ফেসবুকে একটি পোস্টে করে জাতীয় পরিষদের স্পিকারকে গ্রেপ্তার ও নির্বাচনী জালিয়াতদের নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন।

অন্যদিকে, ইয়ং এর বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, তিনি সামরিক আইন ঘোষণার পরিকল্পনা জানলেও তা জাতীয় পরিষদকে জানাননি।

সামরিক আইন জারির ঘটনায় মূল অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ইউন বর্তমানে কারাগারে বিচারাধীন আছেন। সোমবার তার বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ আনা হয়েছে। এরপরপরই হোয়াং এবং ইয়ংকে গ্রেপ্তারের ঘটনা ঘটলো। 

ইউনের বিরুদ্ধে আনা নতুন অভিযোগ বলা হয়েছে যে, তিনি উত্তর কোরিয়ায় গোপনে ড্রোন পাঠিয়ে সংঘাত উসকে দিতে চেয়েছিলেন যাতে নিজের সামরিক শাসনকে বৈধতা দিতে পারেন।

ইউন ক্ষমতায় থাকাকালীন সেনা পাঠিয়ে সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হন। এ ঘটনায় তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কর্মরত অবস্থায় গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট। বর্তমানে তার স্ত্রী কিম কিয়ন-হিও দুর্নীতির মামলায় কারাগারে আছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়