ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:০৩, ১৭ ডিসেম্বর ২০২৪
রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার ইউক্রেনের

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিসের একটি ‘বিশেষ অভিযানে’ ইগর নিহত হয়েছেন বলে মঙ্গলবার কিয়েভের নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। ওই সময় একটি স্কুটারে লুকানো ডিভাইস বিস্ফোরিত হয়। এতে কিরিলোভসহ তার সহকারী নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরে নিজ বাসভবনের বাইরে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন:

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সূত বলেছে, “রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা সেনাদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা এসবিইউ -এর একটি বিশেষ অভিযান।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়