ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিতের নির্দেশ 

কলকাতা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:৫১, ২১ ডিসেম্বর ২০২৪
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিতের নির্দেশ 

ভারতে পূর্বাঞ্চলীয়দের বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী হিসেবে অভিহিত করছে বিজেপি।

ভারতের রাজধানী দিল্লিতে ‘অবৈধ বাংলাদেশি’ শিক্ষার্থীদের চিহ্নিত করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নোটিশ পাঠিয়েছেন দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার। নোটিশে বলা আছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে অপসারণ করতে হবে।

ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ জানিয়েছেন, শিক্ষা অধিদপ্তর যেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে। এ ছাড়া পৌরসভার অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন তাদের ভর্তি না করা হয়, সেই ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে একটি বৈঠকও ডাকা হয়েছিল। যেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা হয়।

একইসঙ্গে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মসনদ না দেওয়া হয়। এ ছাড়া, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এর মধ্যে কোনো জন্মসনদ ইস্যু করা হয়েছে কি না, তার জন্য একটি ‘বিশেষ টিম’ তৈরির কথাও বলা হয়েছে; যারা তাদের শনাক্ত করবে। দিল্লির পৌর করপোরেশন (এমসিডি) সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঢাকা/সুচরিতা/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়