ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

ট্রাম্পের শুল্কের আশঙ্কায় মেক্সিকোতে কারখানা খুলছেন চীনা ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩৬, ১৮ জানুয়ারি ২০২৫
ট্রাম্পের শুল্কের আশঙ্কায় মেক্সিকোতে কারখানা খুলছেন চীনা ব্যবসায়ীরা

চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চহারে কর আরোপ করতে পারেন। সেই আশঙ্কার কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোতে কারখানা খুলছেন চীনা ব্যবসায়ীরা।

গত বছরের নভেম্বরে নির্বাচনী প্রচারণার সময় ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য নীতির অংশ হিসেবে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। প্রথম দফা ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ৭ দশমিক ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। এবার তিনি ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সিএনএন জানিয়েছে, টেক্সাস সীমান্ত থেকে প্রায় এক ঘণ্টা পথের দূরত্বে উত্তর মেক্সিকোতে বড় আকারে বিভিন্ন শিল্পের কারখানা স্থাপন করেছে চীনা ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো বাণিজ্য চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে চীনা কোম্পানিগুলো এসব উৎপাদন স্থানান্তর করছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রশাসনে মেক্সিকো এবং কানাডার সাথে এই চুক্তিটি করেছিলেন। কিন্তু এবার তিনি মেক্সিকো ও অন্যান্য দেশের উপর শুল্ক আরোপের এবং বকেয়া আদায়ের জন্য একটি ‘বহিরাগত রাজস্ব পরিষেবা’-এর হুমকি দিচ্ছেন। ট্রাম্পের দ্বিতীয় কার্যকাল শুরু হতে আর কয়েকদিন বাকি। এই কোম্পানিগুলো এবং তাদের মেক্সিকান আয়োজকরা এখন বাণিজ্য নিষেধাজ্ঞা এলে কী করবেন তার বিকল্প পরিকল্পনা করছে।

মেক্সিকোর মন্টেরিতে আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কুকা হোম নর্থ আমেরিকার সভাপতি ম্যাট হ্যারিসন আশঙ্কা করছেন যে, ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করলে মেক্সিকোতে তাদের ব্যবসার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।

তিনি বলেন, “সহজভাবে বলতে গেলে, মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আমাকে ব্যবসা থেকে সরিয়ে দেবে। আমরা অপেক্ষা করছি ট্রাম্প ক্ষমতায় আসার পর কী হয় তা দেখার জন্য - আমরা উন্নতি অব্যাহত রাখতে পারি কিনা।”

কিন্তু সিজার সান্তোস, যিনি তার জমিতে প্রচুর চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন, তিনি এখনো ভালো ব্যবসার আশা করছেন।

তিনি সিএনএনকে বলেন, “এমনকি মেক্সিকান পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরেও, অনেক কোম্পানি বিশ্বাস করে যে এটি এখনো চীনে উৎপাদনের চেয়ে একটি ভাল বিকল্প।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়