ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:২৭, ১৯ জানুয়ারি ২০২৫
গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুরে ৩টা ১৫ মিনিটে) যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের পক্ষ থেকে আজ মুক্তি দিতে যাওয়া তিন জিম্মির নামের তালিকা পাঠানোর পর যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় নেতানিয়াহুর সরকার।

রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস তিন জিম্মির নামের তালিকা না পাঠানোয় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হয়। এরপর গাজায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, নামের তালিকা না পাঠানো পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। 

আরো পড়ুন:

এরপর তিন নারী জিম্মির নাম প্রকাশ করে হামাস। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার।

ইসরায়েলও নিশ্চিত করে যে, চুক্তির অংশ হিসেবে প্রথমে ধাপে মুক্তি দেওয়া হবে এমন তিন জিম্মি নারীর তালিকা তারা পেয়েছে। এরপরেই সকাল ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন।

ইতামার ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।

ইতামারের দলের দুই সদস্যও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়