সিংহের খাঁচায় টিকটক করতে গিয়ে বিপদে পাকিস্তানি তরুণ
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

সিংহের খাঁচায় প্রবেশ করে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে বিপদে পড়েছে এক পাকিস্তানি ব্যক্তি। কোনোক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তিনি। মঙ্গলবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
মুহাম্মদ আজিম নামের ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি প্রজনন খামারে সিংহের খাঁচায় প্রবেশ করেন। খামার মালিকের অনুমতি ছাড়াই তিনি এ কাজটি করেছিলেন।
পুলিশ বলেছে, “আজিম যখন তার মোবাইল ফোন নিয়ে সিংহের কাছে যাচ্ছিল, তখন এটি তাকে আক্রমণ করে, যার ফলে তার মাথা, মুখ এবং বাহুতে আঘাত লাগে।”
প্রজনন খামারের মালিক আজিমের চিৎকার শুনতে পান এবং তাকে উদ্ধার করতে ছুটে যান। আজিমকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
এই ঘটনার প্রতিক্রিয়ায় পাঞ্জাবের বন্যপ্রাণী বিষয়ক দপ্তরের মহাপরিচালক প্রজনন খামারের লাইসেন্স বাতিল করেছেন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা/শাহেদ