ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে বাজেট পেশ 

মালদ্বীপের জন্য বরাদ্দ ২৮ শতাংশ বাড়াল ভারত, কত পাচ্ছে বাংলাদেশ

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫  
মালদ্বীপের জন্য বরাদ্দ ২৮ শতাংশ বাড়াল ভারত, কত পাচ্ছে বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ-সহ ‘গ্লোবাল সাউথ’-এর অনেক দেশকে উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে ভারত। প্রতি কেন্দ্রীয় বাজেটেই এই খাতে আলাদা করে অর্থ বরাদ্দ হয়। বাজেট ২০২৫-এ এই দেশগুলোর মধ্যে বরাদ্দ সবচেয়ে বেশি বাড়ল মালদ্বীপের, প্রায় ২৮ শতাংশ। বাজেট নথি অনুসারে, ২০২৫-২৬ সালে মালদ্বীপের জন্য বরাদ্দ হয়েছে ৬০০ কোটি টাকা।

কেন্দ্রীয় বাজেটে মালদ্বীপ, আফগানিস্তানের জন্য সহায়তার অর্থ বরাদ্দ বাড়লেও বাংলাদেশের জন্য সহায়তার অর্থ বরাদ্দ অপরিবর্তিত রয়েছে।

আরো পড়ুন:

শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতের সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে তার হাতে দই-চিনি খেয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন নির্মলা সীতারামন। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন। 

প্রতিবেশী দেশ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন দেশগুলোকে অর্থনৈতিক অনুদান দেয় ভারত।

বাজেটে দেখা যায়, ২০২৫ সালে বিদেশি অনুদান বাবদ মোট ৫ হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই কমেছে। গত বছর বিদেশি অনুদান বাবদ বরাদ্দ ছিল ৫ হাজার ৮৮৩ কোটি টাকা।

বাজেটে প্রতিবেশী মালদ্বীপে ভারতের সাহায্য গত বছরের বরাদ্দের তুলনায় ১২০ কোটি টাকা বেড়েছে। এ বছর, সরকার মালদ্বীপকে ৬০০ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের মালদ্বীপের জন্য বাজেটে বরাদ্দকৃত ছিল ৪৭০ কোটি রুপি। গাণিতিক হিসেবে এই এক বছরে মালদ্বীপের জন্য ভারতের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে প্রায় ২৭ শতাংশ।

শুধু মালদ্বীপ নয়, আফগানিস্তানের জন্যও বাজেট বরাদ্দ বাড়িয়েছে ভারত। ২০২৪-২৫ অর্থবছরে ৫০ কোটি রুপির থেকে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১০০ কোটি রুপি।

তবে বরাবরের মতো ভারতের বাজেটে বৈদেশিক সহায়তার সব থেকে বড় বরাদ্দ পেয়েছে প্রতিবেশী দেশ ভুটান। ২০২৫-২৬ অর্থবর্ষে আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ কমালেও ভুটানকে ২১৫০ কোটির বরাদ্দ দিয়ে উন্নয়ন সহায়তার অংশীদার করেছে ভারত।

বাংলাদেশ কত পেল?
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। দুই দেশই স্বীকার করেছে, সম্পর্কে ‘মেঘ জমেছে’। তবে তা সত্ত্বেও, বাংলাদেশের সহায়তা বরাদ্দ কমানো হয়নি। বাড়ানোও হয়নি। গত বাজেটের মতো এবারও বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

একইভাবে শ্রীলঙ্কার বরাদ্দও অপরিবর্তিত রয়েছে, ৩০০ কোটি টাকা। আর্থিক বরাদ্দ বেড়েছে আফ্রিকান দেশগুলোর। ২০২৪-এ এই দেশগুলোর জন্য বাজেট বরাদ্দ ছিল ২০০ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ২২৫ কোটি টাকা।

ঢাকা/সুচরিতা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়