ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে থাকতে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৫  
কারাগারে থাকতে ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন তিনি

কারাগারে থাকার জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করেছেন জাপানের এক বয়স্ক নারী। নিঃসঙ্গ ওই নারী বিনামূল্যে জীবনযাপন করার জন্য কারাগারকে বেছে নিয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে, ৮১ বছর বয়সী আকিও নামের ওই নারীকে চুরির অভিযোগে দুবার জেল খাটতে হয়েছে। ষাটের কোঠায় থাকাকালে তিনি প্রথমে খাবার চুরি করেছিলেন এবং পরে পেনশনের টাকায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়লে তিনি আবারও একই কাজ করেছিলেন। 

আকিওকে টোকিওর উত্তরে অবস্থিত জাপানের বৃহত্তম মহিলা জেলখানা তোচিগি কারাগারে রাখা হয়েছিল। এখানে প্রায় ৫০০ জন বন্দি রয়েছেন, যাদের বেশিরভাগই বয়স্ক।

আকিও তার কারাবাসের কথা স্মৃতিচারণ করে বলেন, “আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দোকান থেকে জিনিসপত্র চুরি করেছিলাম, ভেবেছিলাম এটা ছোটখাটো সমস্যা হবে। যদি আমি আর্থিকভাবে স্থিতিশীল থাকতাম এবং আরামদায়ক জীবনযাপন করতাম, তাহলে আমি অবশ্যই এটা করতাম না।”

তিনি বলেন, “এই কারাগারে অনেক ভাল মানুষ আছেন। সম্ভবত এই জীবনটাই আমার কাছে সবচেয়ে স্থিতিশীল।”

কারাদণ্ডের আগে আকিও তার ৪৩ বছর বয়সী ছেলের সাথে থাকতেন। ছেলে তাকে রাখতে চাইত না এবং প্রায়শই তাকে চলে যেতে বলত। ২০২৪ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার পর তিনি তার ছেলের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।

কারাগারের একজন কর্মকর্তা তাকায়োশি শিরানাগা জানান, বয়স্ক বন্দিরা বাইরে একা মারা যাওয়ার চেয়ে কারাগারে থাকাকে পছন্দ করেন। অনেকেই কারাগারে থাকার জন্য মাসে ২০ থেকে ৩০ হাজার ইয়েন দিতে ইচ্ছুক।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়