ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় বন্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫  
অস্ট্রেলিয়ায় বন্যা

অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা হয়েছে। বন্যার কারণে এক নারীর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে জানিয়েছে, পানির বৃদ্ধি অব্যাহত থাকবে।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, শুক্রবার থেকে উত্তর-পূর্ব কুইন্সল্যান্ডের কিছু অংশে এক হাজার মিলিমিটারেরও (৩৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সোমবার পর্যন্ত ‘রেকর্ড বৃষ্টিপাত’ অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে।

উত্তর কুইটাউনসভিল স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা গ্রুপ জানিয়েছে, নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শহরের এক হাজার ৭০০টি বাড়ি প্লাবিত হতে পারে। কিছু বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠতে পারে।

রবিবার দুপুরের মধ্যে টাউনসভিলের ছয়টি শহরতলির হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রায় ১০ শতাংশ বাসিন্দা সেখানে রয়ে গেছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়