ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
ভারতে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ২২ বছর বয়সী বাংলাদেশি এক তরুণীকে গ্রেপ্তার করা হয়

ভারতের গুয়াহাটিতে একটি হোটেলে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ভারতীয় দুই যুবকসহ এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গুয়াহাটির একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গুয়াহাটিতে একটি হোটেলে এই ভিডিও তৈরি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে শফিকুল ও জাহাঙ্গীর নামে ভারতের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া, বাংলাদেশি এক তরুণীকেও গ্রেপ্তার করা হয়। তাদের তিন জনকেই রিমান্ডের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। 

জানা গেছে, কোনো রকম বৈধ নথি বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যে প্রবেশ করেছিলেন ২২ বছর বয়সী বাংলাদেশি ওই তরুণী। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা জানতে কাজ চলছে।

ঢাকা/ সুচরিতা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়