ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

রিকশা চালিয়ে বিধানসভা অধিবেশনে পৌঁছালেন তৃণমূল এমএলএ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
রিকশা চালিয়ে বিধানসভা অধিবেশনে পৌঁছালেন তৃণমূল এমএলএ

দামি গাড়িতে নয়, বরং রিকশা চালিয়ে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দলের বলাগর এলাকার এমএলএ ও দলিত সাহিত্য অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে রিকশার প্যাডেলে পা রেখে শুরু হয় বিধানসভার অধিবেশনের উদ্দেশ্যে তার যাত্রা। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। 

নিরক্ষর মনোরঞ্জন ব্যাপারী কর্মজীবনের শুরুতে ছিলেন রিকশাচালক ছিলেন। রিকশাচালক হিসাবেই পার করেছেন জীবনের বেশিরভাগ সময়। পরবর্তীতে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সংস্পর্শে এসে সাহিত্য চর্চা শুরু করেন মনোরঞ্জন। অল্প সময়েই মেলে পরিচিতি। আর সেই সূত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটের টিকিট। রিকশাচালক থেকে সোজা এমএলএ। 

আরো পড়ুন:

তৃণমূল বিধায়কের কথায়, “আমি একজন শ্রমজীবী মানুষ। আরো স্পষ্ট করে বললে বলতে হবে আমি একজন রিকশাচালক। জীবনে অনেক ধরনের কাজ করেছি, তবে কোনো পেশা পরিচয় আমার গায়ে সেভাবে সেঁটে যায়নি, যেভাবে গেছে রিকশাচালক পরিচিতিটা। তৃণমূল কংগ্রেস মা-মাটি-মানুষের দল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও নারীরা এই দলে অগ্রাধিকার পায়।” 

পশ্চিমবঙ্গের সাবেক সরকার সিপিআইএমকে সূক্ষ্ম খোঁচা দিয়ে তিনি আরো জানান, “আমাদের এই বঙ্গে একটি রাজনৈতিক দল ৩৪ বছর ক্ষমতায় ছিল। তারা নিজেদের শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দল বলত। কিন্তু কোনো দিন বিধানসভায় এমএলএ পদের জন্য কোনো শ্রমিক, কৃষক বা মেহনতি মানুষকে টিকিট দেয়নি। দিয়েছেন মা-মাটি-মানুষের দল, তৃণমূল কংগ্রেসের সর্বমান্য নেত্রী, মমতা ব্যানার্জি।”

এমএলএ হোস্টেল থেকে রিকশা চালিয়ে বিধানসভায় যাওয়ার ঘোষণা মনোরঞ্জন ব্যাপারি আগেই দিয়েছিলেন। তাই এদিন রীতিমতো ভিড় জমে তার কর্মসূচি ঘিরে। বিরোধীরা অবশ্য এই কর্মসূচিকে নাটক বলেই ব্যাখ্যা করেছেন। রিকশা চালিয়ে ভেতরে যাওয়ার অনুমতি না পেয়ে গেট দিয়ে হেঁটেই বিধানসভায় ঢোকেন এমএলএ মনোরঞ্জন ব্যাপারি।

কলকাতা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়