ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৬ মার্চ ২০২৫   আপডেট: ২১:২৮, ৬ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে: ইউক্রেন

যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থাকে ‘ধ্বংস’ করছে। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতি পরিচালনার পদ্ধতির সমালোচনা করে ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, হোয়াইট হাউস ‘সমগ্র পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে।’

গত শুক্রবার ওভাল অফিসে প্রকাশ্যে বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা শীতল হওয়ার মধ্যে তার মন্তব্য এলো।

আরো পড়ুন:

জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার পর, সাম্প্রতিক দিনগুলিতে কিয়েভ ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছে। কিন্তু বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে জালুঝনির মন্তব্য ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপর কিয়েভের অসন্তোষ রয়ে গেছে।

জালুঝনি এক শ্রোতাকে বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে এটি কেবল মন্দের অক্ষ এবং রাশিয়া-ই নয় যারা বিশ্বব্যবস্থা সংশোধন করার চেষ্টা করছে, বরং মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে এই ব্যবস্থা ধ্বংস করছে।”

ইউক্রেনীয় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা দেখায় যে হোয়াইট হাউস ‘ক্রেমলিনের পক্ষে পদক্ষেপ নিচ্ছে।’

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে লন্ডনে কিয়েভের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন জালুঝনি।

তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ফলে ন্যাটোর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। মস্কোর পরবর্তী লক্ষ্য ‘ইউরোপ হতে পারে’ বলেও সতর্ক করেছেন জালুঝনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়