ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১২ মার্চ ২০২৫   আপডেট: ২২:১৮, ১২ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপের জবাবে বুধবার কানাডা যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ট্রাম্পের বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। অথচ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের বৃহত্তম বিদেশী সরবরাহকারী।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) মার্কিন পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।

কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কোটি কোটি ডলার মূল্যের কম্পিউটার, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যকেও শুল্কের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন উইলকিনসন রয়টার্সকে জানিয়েছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি সীমিত করার মতো অশুল্ক ব্যবস্থা আরোপ করতে পারে। এছাড়া খনিজ পদার্থের উপর রপ্তানি শুল্ক আরোপ করতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়