ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৯ মার্চ ২০২৫  
এবার জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর এবার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে জ্বালানি সুবিধাগুলিকে কেন্দ্র করে যে কোনও সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা।

মঙ্গলবার যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন, কিন্তু ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধে সীমিত অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই বুধবার মস্কো এবং কিয়েভ একে অপরের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে।

হেলসিঙ্কিতে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ প্রেসি ব্রিফিংয়ে জেলেনস্কি জানান, পুতিনের কথাই যথেষ্ট নয় এবং ইউক্রেন জ্বালানি সুবিধার একটি তালিকা সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং মিত্ররা এটি পর্যবেক্ষণে সহায়তা করবে।

তিনি বলেছেন, “আমি সত্যিই চাই সেখানে নিয়ন্ত্রণ থাকুক। কিন্তু আমি বিশ্বাস করি যে এই নিয়ন্ত্রণের মূল এজেন্ট হওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্র। যদি রাশিয়ানরা আমাদের স্থাপনায় আক্রমণ না করে, তাহলে আমরা অবশ্যই তাদের স্থাপনায় আক্রমণ করব না।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়