ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তর কোরিয়ার সঙ্গে সড়ক সেতু নির্মাণ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৩:০৯, ২৭ মার্চ ২০২৫
উত্তর কোরিয়ার সঙ্গে সড়ক সেতু নির্মাণ করবে রাশিয়া

রাশিয়া ও উত্তর কোরিয়া খুব শিগগির তুমেন নদীর ওপর একটি সড়ক সেতু নির্মাণ শুরু করবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এই সেতুটি নির্মাণে একমত হয়েছিল। সেসময় উভয় দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।

রাশিয়ান মিডিয়া বলছে, কোরিয়ান যুদ্ধের পর ১৯৫৯ সালে চালু হওয়া ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুর কাছে এই সড়ক সেতুটি তৈরি করা হবে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সীমান্ত অতিক্রম করার জন্য একটি প্রাচীন কাঠের সেতু ব্যবহার করা হতো কিন্তু এটি ধ্বংস হয়ে যায়।

উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা আরআইএকে বলেছেন, “সেতুটির নির্মাণ এখনও শুরু হয়নি। পক্ষগুলো প্রস্তুতিমূলক কাজ করছে, নকশার ডকুমেন্টেশন চূড়ান্ত করছে, নির্মাণ কর্মী এবং সরঞ্জামের কলাম তৈরি করছে।”

অনেক বছর ধরে আলোচনায় থাকা সড়ক সেতুটি ৮৫০ মিটার (২৭৮৯ ফুট) লম্বা হবে এবং রাশিয়ান হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত হবে।

দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা এসআই অ্যানালিটিক্স গত ৫ মার্চ এক প্রতিবেদনে জানায়, সেতুর ভিত্তি এবং সড়ক যোগাযোগের কাজ শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, “উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে একমাত্র পথ, বিদ্যমান রেল সংযোগের পরে এই সেতুটির দ্রুত নির্মাণের ফলে অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক বিনিময়ে তীব্র বৃদ্ধি আশা করা হচ্ছে। এর ফলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়