ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:০৪, ৫ এপ্রিল ২০২৫
মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করলো চীন

চীন মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। শুক্রবার চীনা অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক ‘আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ইতিমধ্যেই আরোপিত পূর্ববর্তী শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে চীন আমেরিকার শুল্ক তালিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

চীনের স্টেট কাউন্সিল ট্যারিফ কমিশন এক বিবৃতিতে বলেছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের এই আচরণ আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে এবং এটি যুক্তরাষ্ট্রের একতরফা ধমক দেওয়ার সাধারণ অভ্যাস।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়