মার্কিনিদের কঠোর ধৈর্য ধরার পরামর্শ দিলেন ট্রাম্প
আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা শুল্ক শনিবার থেকেই আদায় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। স্বাভাবিকভাবেই চলতি সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে বিদেশি পণ্যের দাম বহু গুণে বেড়ে যাচ্ছে। তবে শুল্কের কারণে বর্তমানে দাম বাড়লেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হবে-আশ্বাস দিয়ে নাগরিকদের কঠোর ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, “আমেরিকার চেয়ে চীনের অনেক বেশি ক্ষতি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নয়। তারা ও অন্যান্য অনেক দেশ আমাদের সাথে অস্থিতিশীলভাবে খারাপ আচরণ করেছে। আমরা বোকা এবং অসহায় হয়ে চাবুকের আঘাত পাওয়ার অবস্থানে ছিলাম, কিন্তু এখন আর নেই।”
মার্কিনিদের ভবিষ্যতের সফলতারি আশ্বাস দিয়ে ট্রাম্প লিখেছেন, প্রশাসন “আগের মতো চাকরি ও ব্যবসা ফিরিয়ে আনছে। এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং আমরা জিতব। শক্ত করে ধরে থাকুন কিন্তু শেষ ফলাফল হবে ঐতিহাসিক।”
ঢাকা/শাহেদ