ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কঙ্গোর রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:১৩, ৭ এপ্রিল ২০২৫
কঙ্গোর রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) ভোরে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর চীনা বার্তা সংস্থা সিনহুয়ার।

আরো পড়ুন:

ডিআর কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও নিরাপত্তামন্ত্রী জ্যাকমেইন শাবানি বলেছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাতভর প্রবল বৃষ্টিপাতে রাজধানীর বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রবিবার পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য সরকার সশস্ত্র বাহিনী, বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং কিনশাসা প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে একটি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গঠন করেছে।

বন্যার ফলে শহরের বেশিরভাগ অবকাঠামো অচল হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো ডুবে গেছে। শহরজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে ১ কোটি ৭০ লাখ মানুষের শহরটিতে আরো ধ্বংসের আশঙ্কা রয়েছে। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ