ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:০২, ৯ এপ্রিল ২০২৫
ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে মঙ্গলবার একটি নৈশ ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

সান্তো ডোমিঙ্গোর জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রায় ৪০০ উদ্ধারকারী এখনও জীবিতদের সন্ধান করছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেছেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন।

তিনি এই দুর্ঘটনাকে এমন একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, যা কেবল ক্ষতিগ্রস্ত পরিবারকেই নয়, সমগ্র জাতিকে শোকের ছায়ায় ডুবিয়ে দিয়েছে।

ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার নিহতদের সম্মান জানাতে ৮ এপ্রিল থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর জেট সেট নৈশ ক্লাবে একটি পার্টি চলাকালীন ধসের ঘটনা ঘটে। জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি সুপরিচিত নৈশ ক্লাব এবং প্রায়শই সপ্তাহজুড়ে লাইভ পারফরমেন্সের আয়োজন করে।

নৈশ ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। ধসের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় নৈশ ক্লাবটির ভেতর প্রায় ৩০০ জন ছিলেন।

ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। 

একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যান্ড দল গান পরিবেশন করছে। ওই সময় স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও আত্মচিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়