ইসরায়েলের কারাগারে বন্দি ১০ হাজার ফিলিস্তিনি
প্রায় ১০ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে। এদের একটি বড় অংশকে বিনাবিচারে আটক রাখা হয়েছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি বন্দিদের প্রতিষ্ঠানের মতে, এপ্রিলের শুরু পর্যন্ত, ৯ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন। এদের মধ্যে কমপক্ষে ৪০০ জন শিশু এবং ২৭ জন নারী রয়েছেন। এছাড়া ‘প্রশাসনিক আটক’ নামে পরিচিত একটি আইনের অধীনে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে ৩ হাজার ৪৯৮ জন ফিলিস্তিনিকে। এদের মধ্যে ১০০ জনেরও বেশি শিশু রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৬ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে।
গত মাসে ইসরায়েলি কারাগারে তিনজন বন্দির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কারাগারে মারা যাওয়া বন্দির সংখ্যা ৬৩ জনে দাঁড়িয়েছে।
ঢাকা/শাহেদ