ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২২ এপ্রিল ২০২৫  
বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছর এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির মাত্রা কমতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে সৃষ্ট বিপর্যয়ের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে।

আইএমএফ জানিয়েছে, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি চলতি বছর ২ দশমিক ৮ শতাংশে নেমে আস। ২০২৪ সালে এই প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক শতাংশ। 

সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। তবে জানুয়ারিতে আইএমএফ ২০২৫ এবং ২০২৬ উভয় ক্ষেত্রেই ৩ দশমিক ৩ শতাংম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ঘোষণার কারণে নতুন বাণিজ্য ব্যবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব, বর্ধিত অনিশ্চয়তা এবং অবনতিশীল মনোভাব এই প্রবৃদ্ধির হার হ্রাসের কারণ।

আইএমএফ বলেছে, “বাণিজ্য উত্তেজনার দ্রুত বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তার উল্লেখযোগ্য প্রভাব বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যকলাপের উপর পড়ার সম্ভাবনা রয়েছে।”

প্রতিবেদনে আরও দেখানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প কীভাবে মার্কিন শুল্ক হারকে ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উন্নীত করেছেন। 
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়