জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি ট্রাম্প তাকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প ওয়াল্টজকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “মাইক ওয়াল্টজ-এর স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।”
এর আগে, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা একটি চ্যাট গ্রুপে ভুল করে একজন সাংবাদিককে যুক্ত করার জন্য ওয়াল্টজ সমালোচনার মধ্যে পড়েছিলেন।
তবে ট্রাম্প ওয়াল্টজকে সম্মান করেন বিধায় তাকে একটি সফট ল্যান্ডিং ও একটি হাই-প্রোফাইল নতুন পদ দেওয়া হয়েছে।
ঢাকা/নাসিম/এস