ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৩১ মে ২০২৫   আপডেট: ০৮:৪৭, ৩১ মে ২০২৫
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ আরোপের ঘোষণা দিয়েছেন। এটিকে তিনি আমেরিকান শিল্পকে আরো সুরক্ষিত করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়ার পিটসবার্গে একটি মার্কিন ইস্পাত কারখানায় এক সমাবেশে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার এই ঘোষণা দেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আজ, আমার একটি বড় ঘোষণা আছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে নিয়ে আসছি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পকে আরো সুরক্ষিত করবে, কেউই তা এড়িয়ে যেতে পারবে না।” 

তিনি যুক্তি দেন, “এই বৃদ্ধি বিদেশি প্রতিযোগীদের পূর্ববর্তী শুল্ক এড়িয়ে যাওয়ার জন্য যে ব্যবধান ব্যবহার করেছিল তা পূরণ করবে।”

মার্কিন ইস্পাত খাতের বিনিয়োগকারীদের উদ্দেশে ট্রাম্প বলেন, “২৫ শতাংশ হারে, তারা এই বেড়া অতিক্রম করতে পারে। ৫০ শতাংশ হারে, তারা আর বেড়া অতিক্রম করতে পারে না।”

তিনি যোগ করেন, “তাই, আমরা এটি ২৫ শতাংশ থেকে বাড়িয়ে দ্বিগুণ করে ৫০ শতাংশ করছি।” আগামী বুধবার থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি।

ট্রাম্প জানান, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। তিনি বলেন, “আপনাদের সবাইকে অভিনন্দন, এই দুর্দান্ত চুক্তি করার জন্য।”

সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “আমি আগেই বলেছিলাম যে, শুল্ক আমার কাছে অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ।” 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়