ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৬ জুন ২০২৫   আপডেট: ২০:১২, ৬ জুন ২০২৫
ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

এবার প্রত্যাঘাতের পথে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার কয়েক দিন পর আজ শুক্রবার রাশিয়া দেশের বিভিন্ন স্থান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা করেছে। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং দেশটির অন্যান্য অংশে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, “এখন পর্যন্ত হামলায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে- সকলেই ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী।”

জেলেনস্কি জানান, হামলায় ৪০০টিরও বেশি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। হতাহতের সংখ্যা ‘আরো বাড়তে পারে’।

রাজধানী কিয়েভ ছাড়াও লুতৎস্ক শহর এবং তেরনোপোলি অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে’ এ হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, সব হামলাই হয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, “তাদের সশস্ত্র বাহিনী উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার আকাশ, সমুদ্র এবং স্থলভিত্তিক অস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে একটি বিশাল হামলা চালিয়েছে।”

গত সপ্তাহে রাশিয়ার অন্তত চারটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় রুশ বিমানবাহিনীর ৪০টির বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইউক্রেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তার দেশ এ হামলার বদলা নেবে। এরপরই আজ শুক্রবার ভোরবেলা রাশিয়ার হামলায় কেঁপে ওঠে ইউক্রেন।

রাশিয়ার হামলার পর এক্স-এ একটি পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এখন ঠিক সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিশ্বের সকলেই একসঙ্গে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে এই যুদ্ধ বন্ধ করতে পারে।”

তিনি রাশিয়ার ওপর চাপ প্রয়োগে ট্রাম্পের আপাত অনিচ্ছার দিকেও ইঙ্গিত দেন। 

পোস্টে জেলেনস্কি উল্লেখ করেন, “যদি কেউ চাপ প্রয়োগ না করে এবং এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করে, তাহলে সেটি একধরনের সহযোগিতা এবং দায় বহনের নামান্তর। আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়