ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১০ জুন ২০২৫   আপডেট: ১৪:৫৬, ১০ জুন ২০২৫
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলায় যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত: মস্কো

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ‘সন্ত্রাসী হামলায়’ যুক্তরাজ্য ১০০ শতাংশ জড়িত।

সোমবার (৯ জুন) মস্কোর ফিউচার ফোরাম-২০৫০-এ ভাষণ দিতে গিয়ে ল্যাভরভ বলেন, “যুক্তরাজ্যের সমর্থন ছাড়া ইউক্রেন অসহায় থাকত।” খবর আনাদোলুর।

তিনি রাশিয়ান নাগরিকদের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, “এই হুমকিগুলো যথেষ্ট গুরুতর। স্পষ্টতই, সবগুলো হামলা সরাসরি ইউক্রেন চালিয়েছে, কিন্তু যুক্তরাজ্যের সমর্থন ছাড়া ইউক্রেন অসহায় হত।”

আরো পড়ুন:

মন্ত্রী আরো বলেন, “সন্ত্রাসী হামলা আরো বৃদ্ধির ঝুঁকি রয়েছে। শক্রদের দমন করতে আমরা সবকিছু করবো। আমরা তাদেরকে আমাদের নাগরিকদের ক্ষতি করতে দেব না।”

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে ল্যাভরভ বলেন, “জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ের তুলনায় মস্কো ও ওয়াশিংটন ইতিমধ্যেই ভালো অবস্থানে রয়েছে।”

তিনি আরো বলেন, “একইসঙ্গে এটাও স্পষ্ট যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত মধ্যবর্তী ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর স্থগিতাদেশ ওয়াশিংটন গ্রহণ করবে না।”

ক্রেমলিনের প্রস্তাবটি প্রত্যাখান করায় হোয়াইট হাউজের সমালোচনা করেন ল্যাভরভ।

মধ্যবর্তী-পাল্লার পারমাণবিক বাহিনী চুক্তি (আইএনএফ চুক্তি) ছিল ১৯৮৭ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী শীতল যুদ্ধ চুক্তি। এটি ৫০০ কিলোমিটার থেকে ৫,৫০০ কিলোমিটারের মধ্যে পাল্লার সমস্ত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, পরীক্ষা এবং মোতায়েনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

চুক্তিটি ইউরোপে দুর্ঘটনাজনিত পারমাণবিক সংঘাতের ঝুঁকি হ্রাসে উল্লেখযোগ্য অবদান রেখেছিল।

২০১৯ সালে, যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, যার ফলে চুক্তিটি বাতিল হয়ে যায়। তারপর থেকে ন্যাটোর অব্যাহত ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং পশ্চিমাদের কাছ থেকে পারস্পরিক সহযোগিতার অভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে রাশিয়া ইউরোপে মাঝারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর একতরফা স্থগিতাদেশ বজায় রেখেছে।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়