ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ১৪ জুন ২০২৫  
ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। শনিবার প্রথম প্রহরেই এই হামলা শুরু করেছে তেহরান। খবর বিবিসি ও আল-জাজিরা অনলাইন।

শুক্রবার ভোররাতে তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল।

আরো পড়ুন:

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরান ‘চূর্ণবিচূর্ণ’ প্রতিশোধ নেওয়া শুরু করেছে।

বার্তা সংস্থাটি বলেছে, “কয়েক মিনিট আগে অধিকৃত অঞ্চলগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইহুদিবাদী সরকারের নৃশংস আক্রমণের চূড়ান্ত প্রতিক্রিয়া শুরু হয়েছে।”

আল-জাজিরা জানিয়েছে, তেল আবিব থেকে সরাসরি ফুটেজে দেখা গেছে কিছুক্ষণ আগে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারপর ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি রোধে কাজ করছে।

বিবিসি জানিয়েছে, জেরুজালেমের আকাশে উজ্জ্বল ঝলকানি দেখা যাচ্ছে। শহর থেকে জোরে জোরে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয় সংবাদদাতা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়